মেহেরপুর প্রতিনিধি(০৮/০৯/১৪)ঃ গাংনী থানা পুলিশ রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে দু’জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে- গাংনীর বেতবাড়িয়া গ্রামের শাহাদত আলীর ছেলে মধু মিয়া(৪০) ও চক কল্যাণপুর গ্রামের রবগুল ম-লের ছেলে আহার আলী(৫৫)।গ্রেফতারকৃতদেরকে সোমবার সকালেজেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ডিউটি অফিসার এএসআই মাহাতাব জানান, গ্রেফতার মধুর বিরুদ্ধে ২০০৬ সালে অস্ত্র আইনে একটি মামলা হয় যার নং- এসটিসি ৩৭/০৬। মধুর অনুপস্থিতিতে মেহেরপুরের বিজ্ঞ আদালত ১০ বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়ে মামলার রায় ঘোষণা করেন। মধু দৌলতপুর উপজেলার প্রাগপুরে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকেগ্রেফতার করা হয়।
অপরদিকে আহার আলীর বিরুদ্ধে (জিআর মামলা নং- ৭০১/১১ ) আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত ১৫দিনের সাজা ও ২ হাজার টাকা জরিমানা করেন। আহার আলীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।সে তার নিজ বাড়িতে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এসআই একরাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মেহেরপুর সংবাদ