আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী পৌর এলাকার পশ্চিম-মালসাদহ গ্রামে তাসমিম খাতুন (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহতের পিতা আক্তারুল ইসলাম জানান, বৃহম্পতিবার সকাল ৭ টার দিকে বিদ্যুৎ না থাকায় তিব্র গরমের কারনে পার্শবর্তী একটি পুকুর পাড়ে মেয়ে তাসনিম কে ঘুমিয়ে রেখেছিলাম। আকস্মিক ভাবে মেয়েটি পুকুরের পাড় থেকে পানিতে পড়ে যায় । মেয়ে তাসনিম কে দ্রত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । তাসনিম নিহতের গটনায় পরিবার টিতে শোকের মাতম বইছে।