বৃষ্টি মৌসুমে নদী নালা খাল বিলে পানি না থাকায় চরম ভাবে বিপাকে পড়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার পাট চাষিরা। চাষিরা তাদের পাট কেটে পানিতে পচাঁতে (জাগ) পারছেনা। পর্যাপ্ত পানির অভাবে পাট পচাঁতে না পারায় পাটের রং সোনালী রংয়ের পরিবর্তে কালটে রংয়ের হচ্ছে। একারনে অল্প দামে বিক্রি করতে হচ্ছে কৃষকে। গাংনী উপজলার পাট ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মুল্যের অর্ধেক দামে পাট ক্রয় করছেন। বর্তমানে মেহেরপুরে পাট বিক্রি করতে হচ্ছে ৭ থেকে ৮শ’ টাকায়। যে মুল্যে পাট বেচা কেনা চলছে তাতে চাষিদের উৎপাদিত খরছ উঠছেনা বলে কয়েকজন পাট চাসী জানিয়েছেন। সার ডিজেল ও কীটনাশকের দফায় দফায় মূল্যবৃদ্ধি আর পানির অভাব থাকায় জেলার পাটচাষিরা পাটচাষ থেকে মুথ ফিরিয়ে নিচ্ছে।