মেহেরপুরের গাংনী থেকে দু’টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে গাংনীর উত্তরপাড়া এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) শুসান্ত কুমার ঘোষ লালটেপ মোড়ানো হাত বোমা দুটি উদ্ধার করেছেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, শহরের উত্তর পাড়ার মহিবুল ইসলামের বাড়ির সামনে থেকে ব্যাগের মধ্যে রাখা বোমা দুটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে, বোমা দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বোমা দু’টি রাখা হতে পারে