গাংনী উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ঢেউটিন ও নগদ টাকা বিতরন করা হয়েছে। রবিবার সকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ কুমার সেন’র সভাপতিত্বে উপজলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম এ উপজেলার ৫৪ জন ব্যক্তি ও ১০ টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ১০ হাজার টাকা বিতরন করেন। এসময় সহকারী কমিশনার ভূমি ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।