আমাদের মেহেরপুর ডট কম ঃ কোন প্রচার প্রচারনা ছাড়াই ও দায়সারা ভাবে গাংনীতে পালন হলো জাতীয় কর্মসূচি বিশ্ব যক্ষা দিবস।
সরকার দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করার নির্দেশ দিলেও গাংনী উপজেলা ডটস কমিটি সে নির্দেশনা মানেননি। সকাল সাড়ে ৯ টার দিকে ২০ জনের একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর মধ্যেই ঘুরে (৫০ গজ হেটে ) শেষ করে।
বিশ্ব যক্ষা দিবস পালন করার জন্য উপজেলা স্বাস্থ্য অফিসার,পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি, ব্র্যাক ও জাগরনী চক্র দায়ীত্ব থকালেও তারা সরকারের আদেশ অমান্য করে দায়সারাভাবে দিবসটি পালন করেছে। এ কারনে জাতীয় যক্ষা দিবসের মত একটি গূরত্বপূর্ণ কর্মসুচি জানতে না পেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।