গাংনীতে চাঁদার দাবিতে বোমা বিস্ফোরন

গাংনীতে চাঁদার দাবিতে বোমা বিস্ফোরন


gagni mapআমাদের মেহেরপুর ডট কম ঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আওয়ামলীগ নেতা ও ইট ভাটার মালিক হাফিজুর রহমানের কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে তার বাড়িতে বোমা বিস্ফারন ঘটিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভবানিপুর গ্রামে তার নিজ বাড়িতে ঢোকার সময় বাড়ির গেটে ১ টি বোমা বিস্ফোরন ঘটায় সন্ত্রাসীরা। হাফিজুর রহমান উত্তরা ব্রিক্স’র মালিক ও স্থানীয় গ্রাম আওয়ামীলীগের সভাপতি। হাফিজুর রহমান জানান, বেশ কিছু দিন যাবত সন্ত্রাসীরা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। সন্ত্রাসীদের দাবীকরা টাকা দিতে না চাওয়ায় আমাকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে আসছিল। সংবাদ পেয়ে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করে বোমার আলামত উদ্ধার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, বিষয়টি ব্যাপক খোঁজ-খবর নেয়া হচ্ছে।

মেহেরপুর সংবাদ