মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের যুবলীগ নেতা লিটন হোসেনেকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, ৩টি হাত বোমা ও ১টি দেশীয় অস্ত্রসসহ (ডেগার) আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। তবে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে দাবি করে তার মুক্তির দাবিতে স্থানীয় লোকজন আজ সকালে বামুন্দি বাজারে দুই ঘন্টা সড়ক অবরোধ করে। লিটন হোসেন মটমুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, লিটন একজন সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে অস্ত্র ও বোমাসহ আটক করা হয়। তার নামে কয়েকটি মামলা রয়েছে। তবে র্যাবের সোর্স ফিরোজ ষড়যন্ত্র করে অস্ত্র দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন লিটনের ছোট ভাই মিজানুর রহমান।