সন্ধ্যায় বিবিসি সংলাপের রাজধানীর বিয়াম মিলনায়তনে ধারণ করা আলোচনায় প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, -আগে গণজাগরণ মঞ্চের আবেদন ছিল কিন্তু এখন সেটি তিনভাগে বিভক্ত এখন আর তা র আবেদন নেই। এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী অংশ নেন। আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত এক দর্শকের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন” সাঈদীর বিরুদ্ধে আপীল বিভাগের এই রায়ে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক রয়েছে। তবে বিচারকদের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল।মাহবুবুর রহমান বলেন, সাঈদীর রায়ের পর বিএনপি প্রতিক্রিয়া দেখায়নি কথাটি ঠিক নয়। আমি নিজেই রায়ের পর গণমাধ্যমে কথা বলেছি। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের চেয়ে ঘৃন্য আর কিছু হতে পারে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ ও জামাতের মধ্যে আঁতাতের বিষয়ে সন্দহ করা যৌক্তিক কারণ জামাতের সঙ্গে বিএনপির সমঝোতা প্রকাশ্যে আর আওয়ামী লীগের সঙ্গে তা অপ্রকাশ্যে। অতীতে যুদ্ধাপরাধ ইস্যু সামনে এনেছে দেশের নাগরিক সমাজ। আর আওয়ামী লীগ ছিল এর সহায়ক শক্তি।একাত্তরে শহীদ ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী বলেন,আমরা যতই সংক্ষুদ্ধ হইনা কেন সাঈদীর রায়ের ক্ষেত্রে আঁতাতের রায় হয়েছে এটি আমি বলতে পারি না।