আমাদের মেহেরপুর ডট কম|t
ভারত সফরকালে খালেদা জিয়া বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সীমান্ত হত্যা, পানির ন্যায্যহিস্যা, কানেকটিভিটি, টিপাইমুখ বাঁধসহ বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এবং তা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সাত দিনের হাইপ্রোফাইল ভারত সফরে ক্ষমতা নয়, দেশের বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে বিএনপি।ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও বিরোধী দলের নেতাসহ গুরুত্তপূর্ণ রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে দারিদ্র্যবিমোচন ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে। বিরাজমান সমস্যা দূর করার লক্ষ্যে পারস্পরিক অনাস্থা, অবিশ্বাস ও সন্দেহ দূর করে পেছনে না তাকিয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে।