কৃমিনাশক ট্যালেট খেয়ে মেহেরপুরের গাংনীতে ১৯ শিক্ষার্থী অসুস্থ্য

কৃমিনাশক ট্যালেট খেয়ে মেহেরপুরের গাংনীতে ১৯ শিক্ষার্থী অসুস্থ্য

gagni mapকৃমিনাশক ট্যালেট খেয়ে মেহেরপুরের গাংনী উপজেলার কড়–ইগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী অসুস্থ্য হয়েছে। অসুস্থ্যদের ছাত্রছাত্রীদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টারদিকে এ ঘটনা ঘটে।
কড়–ইগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুছা করিম জানান,সরকারী বরাদ্দকৃত কৃমি নাশক ট্যালেট খেয়ে সারিদা,ঝর্না,আঙ্গুরা, রোকেয়া,কাকলী, হালিমা,রিক্তা,আক্তার,সামানিয়া,ছুমাইয়া,নুরজাহান,শরিফা,আসিফ,জুঁই,আমিনা,খাদিজা,চাঁদনী,বিউটি ও আয়না খাতুন অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য হওয়ার পরপরই গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র ঘোষ জানান,কৃমির ট্যালেট খাওয়ার পর একটু বমি বমি হতে পারে।এতে আতংকিত হওয়ার কিছু নেই। অল্পসময়ের মধ্যে সবাই স্বাভাবিক হয়ে যাবে। তাছাড়া কৃমি নাশক ট্যালেট গুলো বেলজিয়াম থেকে আমদানী কৃত উন্নত মানের।
মেহেরপুর সংবাদ