কুষ্টিয়া চিনি কলের আওতায় গাংনী উপ অঞ্চলে এসটিপি’র উদ্বোধন করা হয়েছে। শনিবার কাল ১০টার দিকে গাংনীর আকুবপুর মাঠে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক(ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আজিজুর রহমান প্রধান অতিথী হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের প্রচার সম্পাদক মনিরুজ্জামান আতু’র সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চিনি কলের মহা ব্যবস্থাপক আঃ রাজ্জাক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিজুর রহমান, কুষ্টিয়া চিনি কলের শ্রমিক কর্মচারী ইউনয়নের সভাপতি সুলতান আহমেদ, গাংনী উপ অঞ্চলের উপ পরিচালক জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসটিপি উদ্বোধনের সময় এলাকার আখচাষীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।