কি ঘটছে দেশে:আবারও ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রীকে

নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামের কালীর বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনায় অভিযুক্ত আলামিন একজন কলা ব্যবসায়ী। তাঁর বাড়ি পলাশ উপজেলার মাঝেরচর গ্রামে। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবীর জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র ও শিশুটির স্বজনেরা বলছে, ছোট আরেকটি শিশুকে সঙ্গে নিয়ে ওই শিশুটি রোববার সন্ধ্যার পর কালীর বাজারে পিঠার দোকান থেকে চিতই পিঠা আনতে যায়। কয়েকটি পিঠা কিনে বাড়ি ফেরার পথে কলা ব্যবসায়ী আলামিন তাকে ডেকে নেন। কেনা ওই পিঠাগুলো সঙ্গের ছোট শিশুর কাছে দিয়ে সে তার কাছে যায়। ওই সময় শিশুটির মুখ চেপে ধরে পাশের কলা খেতে নিয়ে ধর্ষণ করেন আলামিন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান আলামিন। খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ