কিংবদন্তি ফাস্ট বোলার আকরামের নতুন জীবন

কিংবদন্তি ফাস্ট বোলার আকরামের নতুন জীবন

67617_akram ২০০৯ সালে তার প্রথম স্ত্রী হুমা মারা যাওয়ার পর এতদিন তিনি একাই ছিলেন।অবশেষে অস্ট্রেলিয়ান তরুণী শানিয়েরা থম্পসনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। গতকাল তার এই দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন ৪৭ বছরের সাবেক এই তারকা পেসার।গত মাসে অস্ট্রেলিয়ার রীতি অনুযায়ী হাঁটু গেড়ে ৩০ বছর বয়সী শানিয়েরাকে বিয়ের প্রস্তাব দেন আকরাম। আকরামে অভিভূত তখনই তিনি সানন্দে রাজী হয়ে যান বিয়ের জন্য। আকরামকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণের জন্য তিনি ইসলামও গ্রহণ করেন। এ মাসের শুরুতে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানের করাচি আসেন শানিয়েরা। হবু স্বামী আকরামের অসুস্থ বাবাকে দেখতে যান তিনি। আর সেখানেই গত সপ্তাহে ইসলামী রীতি অনুযায়ী একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন ওয়াসিম ও শানিয়েরা। তবে গতকাল আকরাম তার এই বিয়ের কথা প্রকাশ করলেন।  এএফপিকে আকরাম বলেন, ‘গত সপ্তাহে লাহোরে ছোটখাটো আয়োজনে শানিয়েরাকে আমি বিয়ে করেছি।প্রথম স্ত্রীর পক্ষে তার দু’টি ছেলে রয়েছে। আমার সন্তান ও নতুন স্ত্রীকে নিয়ে আমি নতুন জীবন শুরু করেছি। সাবেক জনসংযোগ পরামর্শক শানিয়েরা এখন থেকে পাকিস্তানেই বসবাস করবেন বলে আকরাম জানিয়েছেন।

আন্তর্জাতিক