কাউন্সিলরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মেহেরপুর পৌরসভায় দ্বিতীয় দিনের মত কর্মবিরতি শেষে আদালতে মামলা

কাউন্সিলরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মেহেরপুর পৌরসভায় দ্বিতীয় দিনের মত কর্মবিরতি শেষে আদালতে মামলা

05মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ইমতিয়াজ আহম্মদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘন্টা কলম বিরতি পালন করেছে পৌরভার কাউন্সিলর সহ সকল কর্মকর্তা ও কর্মচারী। কর্মবিরতি শেষে থানায় মামলা না নেয়ায় পৌরসভার কাউন্সিলর সহ সকল কর্মকর্তা ও কর্মচারী আদলতে উপস্থিত হয়ে মামলা করেন। ৬নং ওয়র্ড কাউন্সিলর ইমতিয়াজ আহাম্মদকে হুইল চেয়ারে বসিয়ে সকলে আদালতে উপস্থিত হন। জুডিশিয়ল আদালতের ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাস মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেন।
উল্লেখ্য মেহেরপুর পৌরসভার রেস্ট হাউজে তাস খেলাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় ১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম ১০/১২ জন যুবককে সাথে নিয়ে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ইমতিয়াজকে পিটিয়ে যখম করে। আহত কাউন্সিলর বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা দিতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। এতে পৌরসভার সকল স্টাফ সহ সূধী সমাজ পুলিশের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
মেহেরপুর সংবাদ