কন্যা শিশুদের অধিকার বঞ্চিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।বাংলাদেশের ছোট জনগোষ্ঠির ৪৫ শতাংশ ১৮বছরের কম বয়সী শিশু।এদের মধ্যে আবার ৪৮ভাগই হলো কন্যা শিশু।পুরুষতান্ত্রিক মানসিকতা ও পারিবারিক অসচেতনতার কারনে কন্যা শিশুরা কাঙ্খিত সুযোগ সুবিধা নিযে বেড়ে উঠতে পারছে না। এদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
শনিবার সকাল ১১টার দিকে কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। “ শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়” কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।স্থানীয় উজ্জীবক,নারীনেত্রী,ইয়ূথ লিডারদের আয়োজনে কন্যা শিশু এডভোকেসি ফোরাম এ সোসাইটি ও এসিড সারভাইভারস এর সহযোগিতায় আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব, সহকারী শিক্ষক মেজবাহুর রহমান,সেলিমা আক্তার প্রমুখ। আলোচনা সভায় ছাত্রীদের মধ্যে অংশ নেয় সানজিদা আক্তার সেতু,ভাবনা খাতুন,বিলাসী খাতুন,সোনালী খাতুন,শিখা খাতুন,উর্মিলা খাতুন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে দিবসের গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন,ইউনিয়ন সমন্বয়কারী আমিরুল ইসলাম।
আলোচনা শেষে প্রধান শিক্ষকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে তিন শতাধিক ছাত্রী-শিক্ষক অংশ গ্রহন করে। অনুরুপ সাহারবাটি ইউনিয়নেও কন্যা শিশু দিবস পালিত হয়েছে।