কক্সবাজারের চকরিয়া পৌরসভায় আজ সোমবার ভোররাতে সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস মাতামুহুরী নদীতে পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে। হতাহত যাত্রীরা গাজীপুরের বাসিন্দা।
গাজীপুর সদর থেকে ৪৩ জন যাত্রী নিয়ে নিরাপদ সুপার সার্ভিসের বাসটি গত শনিবার ওরসে যোগ দিতে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারি শরিফে যায়। ওরস শেষে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিয়ে বাসটি ফটিকছড়ি থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। আজ ভোররাত চারটার দিকে বাসটি চকরিয়ায় পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে।