২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। একই সঙ্গে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন। বোস্টনে এক বিবৃতিতে রমনি বলেন, যুক্তরাষ্ট্র একটি সঙ্কটময় সময় পার করছে। আমি প্রার্থনা করি আমাদের জাতিকে সঠিক পথে পরিচালনায় প্রেসিডেন্ট সফল হবেন।