নয়ন আমাদের মেহেরপুরডট কম ঃ মেহেরপুর জেলার ঔতিহাসিক আমঝুপি নীলকুঠি ঘিরে পাথরে লিপিবদ্ধ বিকৃত ,কাল্পনিক ও অসত্য অংশটুকু অপসারন বিষয়ে বূধবার সকালে মেহেরপুর সরকারী কলেজের অধ্যাক্ষের কার্যালয়ে তদন্ত কমিটির সভা হয়েছে।মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ও তদন্ত কমিটির আহবায়ক ড.বিএম রেজাউল করিমের সভাপতিত্বে তদন্ত কমিটির সদস্য সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আনি ধুমকেতু,রিপোর্টাস ইউনিটির সভাপতি রফিকুল আলম,জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান,গাংনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভী বক্তব্য রাখেন।এ ছাড়া সাংবাদিক মেহের আমজাদ,এমএ হাসান সুমন বক্তব্য রাখেন। সভায় ঔতিহাসিক আমঝুপি নিলকুঠী পরিদর্শন,স্থানীয় ব্যাক্তিবর্গের সাক্ষাৎ গ্রহন,নিলকুঠী এলাকার জমিজমার দাগ খতিয়ান নং উদঘাটন এবং সর্বোপরি ঔ কুঠির স্থাপনের দিন তারিখ নির্নয়ের জন্য প্রতœ তত্ব বিভাগের সহযোগীতার সিদ্ধান গৃহিত হয়।