এস এম ফুটবল টুর্নামেন্টে আমঝুপি উত্তর পাড়া যুব সংঘ জয়ী।

স্পোর্টস ডেস্ক ঃ
গতকাল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এস এম ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় আমঝুপি উত্তর পাড়া যুব সংঘ ৬-০ গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করে। খেলার প্রথম থেকে উত্তর পাড়া যুব সংঘ রঘুনাথ একাদশের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে ফলে উত্তর পাড়া যুব সংঘ প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে রঘুনাথপুর একাদশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও তা কাজে লাগাতে পারেনি। খেলার শেষ মুহুর্তে আমঝুপি উত্তর পাড়া যুব সংঘ আরও ২টি গোল করে ৬-০ গোলে জয় নিশ্চীত করে। আমঝুপি উত্তর পাড়া যুব সংঘের পক্ষে জোনাক ২টি,সুমন ২টি,হিমেল ও রিংকু ১টি করে গোল করে।

খেলাধূলা