আমাদের মেহেরপুর ডট কম
রংপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন ঝন্টু। রংপুরে বিদ্রোহী জাপার পরাজয়ে প্রশ্ন দেখা দিয়েছে তবে কি রংপুর থেকেই রাজনীতির ক্যারিয়ারের শেষের ইংগিত পেলেন এইচএম এরশাদ। মাঝামাঝেই আওয়াজ তুলেছিলেন মহাজোট ত্যাগের। ক্ষমতায় যাওয়ার কথাও বলেছিলেন তিনি।বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আনপ্রেডিক্টেবল এই চরিত্র। তবে গতরাতের ফল এরশাদের রাজনীতির ভবিষ্যতের সামনে একটি বড় প্রশ্ন চিহ্ন বসিয়ে দিয়েছে। এরশাদ নিজে শুরুতে মশিউর রহমান রাঙ্গাকে সমর্থন দিলেও তার সে সিদ্ধান্ত মেনে নেননি রংপুরের স্থানীয় নেতারা। বিদ্রোহী দু’ প্রার্থী মাঠে নামেন। চ্যালেঞ্জের মুখে পিছু হটেন এরশাদ কিন্তু তারা কেউই জয়ের দেখা পাননি। টাঙ্গাইল উপনির্বাচনতার দলের প্রার্থী আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন শেষ পর্যন্ত ১১ হাজারের মত ভোট পান। ক্ষমতায় যাওয়ার খোয়াবে বড় ধাক্কা লাগে স্বপ্নে বিভোর ছিলেন সাবেক স্বৈরশাসক এইচএম এরশাদ ।দিল্লি সফর তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিলো। অথচ ২২ বছর আগে তার জীবনের সবচেয়ে দুর্যোগের মূহর্তে রংপুরের মানুষই ‘হামারা চাওয়াল’ এরশাদের পাশে দাঁড়িয়েছিলেন। কারাগারে থাকা অবস্থাতেও তাকে পাঁচটি আসনে জয়ী করেছিলেন তারা।