হলিউডি অভিনেত্রী এমা স্টোন মানসিক সমস্যায় ভুগছেন। তার এ সমস্যা পাপারাজ্জিদের কারণে। এমা সব সময় সতর্ক থাকেন পাপারাজ্জিদের ব্যাপারে। তিনি মনে করেন, পাপারাজ্জিরা সব জায়গাতেই লুকিয়ে আছে এবং যে কোন সময় এরা তার কোন আপত্তিকর বিষয় প্রকাশ করে দিতে পারে। বিষয়টি নিয়ে তাই তিনি ভুগছেন মানসিক সমস্যায়। এমা বলেন, এটি সত্যিই খুব অস্বাভাবিক যে লস অ্যাঞ্জেলসের প্রতিটি জায়গায় লুকিয়ে আছে পাপারাজ্জিরা। এটি নিয়ে আমি বরাবরই দুশ্চিন্তায় থাকি। এ চিন্তা আমাকে বোকার মতো কাজ করতে বাধ্য করে। এমন মানসিক চাপ আমার আগে কখনই ছিল না। এমা আরও বলেন, পাপারাজ্জিদের নিয়ে আমি এতোটাই ভয়ে থাকি যে, আমাকে দেখলে মনে হয়, আমি সবসময়ই মাথা উঁচু করে কিছু খুঁজছি বা আয়নার দিকে তাকিয়ে আছি। আমার বন্ধুরা বরাবরই আমাকে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। তখন নিজেকে বোকা বোকা লাগে, কারণ সেখানে আসলে কেউই থাকে না।