এবার একই ছবিতে তিন চরিত্রে কাজ করবেন সোনম কাপুর।

এবার একই ছবিতে তিন চরিত্রে কাজ করবেন সোনম কাপুর।

41832_sএকজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছে বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এসব ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। এদিকে সম্প্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোনম। অ্যাকশননির্ভর এ ছবিটি পরিচালনা করছেন রাম গোপাল বার্মা। মজার বিষয় হচ্ছে অ্যাকশন এই ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে কোন দ্বৈত চরিত্রে অভিনয় করতেও দেখা যায়নি সোনমকে। তবে এবার একই ছবিতে তিন চরিত্রে কাজ করবেন তিনি। এর মধ্যে শহরের দুটি এবং গ্রামের মেয়ের একটি চরিত্র কাজ। তিনটি চরিত্র করতে গিয়ে তিনটি লুক নিয়েই এ ছবিতে ক্যামেরাবন্দি হবেন সোনম। ছবিতে গ্রামের মেয়ে চরিত্রে একদমই সাদাসিধে এবং শহুরে মেয়ের চরিত্রে রাফ এন্ড টাফ হয়েই দর্শকদের সামনে আসবেন তিনি। ছবির বেশ কয়েকটি দৃশ্যে বিকিনি পরেও কাজ করবেন সোনম।

বিনোদন