এদেশের মানুষ ধার্মিক কিন্তু সাম্প্রদায়িক নয়-সাম্প্রদায়িক সম্প্রীতি  রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন ও বিনষ্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’-খালেদা জিয়া

এদেশের মানুষ ধার্মিক কিন্তু সাম্প্রদায়িক নয়-সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন ও বিনষ্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’-খালেদা জিয়া

  34747_khaleda-zia
আমি সংশ্লিষ্ট সকল মহলকে  আত্মঘাতি ঘৃণ্য তৎপরতা থেকে বিরত থাকতে বলছি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সফল করার আহ্বান জানাচ্ছি। এ দেশের মানুষ ধার্মিক কিন্তু সাম্প্রদায়িক নয়-সাম্প্রদায়িক সম্প্রীতি  রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন ও বিনষ্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ । ব্যর্থ ও গণবিচ্ছিন্ন হয়ে পেশী ও অস্ত্রশক্তির ওপর নির্ভরশীল সরকারের ফ্যাসিবাদী নির্যাতন-নিপীড়ন ও নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী সর্বস্তরের সাধারণ মানুষ যখন ফুঁসে উঠেছে ও প্রতিরোধের লড়াই শুরু করেছে। সেই মুহূর্তে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুঠতরাজের বেশ কয়েকটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি। আমি এসব ঘৃণ্য সাম্প্রদায়িক ও সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কঠোর হাতে এই অপতৎপরতা দমনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, গত পয়লা মার্চ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে আমি পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টার কথা উল্লেখ করেছি। দেশবাসীকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বানওএ ধরণের ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।  এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ধর্মের মানুষ আবহমানকাল থেকে এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু বিভিন্ন সময় গণবিচ্ছিন্ন শাসকেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জনগণের আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়েছে। স্বৈরশাসকদের এহেন ঘৃণ্য তৎপরতাকে নস্যাৎ করে দিয়ে অতীতে আমরা জনগণের আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছি। এবারেও তার ব্যত্যয় ঘটবে না। তিনি বলেন, সংবাদ মাধ্যমের প্রতি আমার আহ্বানÑ এধরনের ঘৃণ্য তৎপরতার ব্যাপারে কোন পূর্বধারণার বশবর্তী বা মহল বিশেষের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরুন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করুন।

বাংলাদেশ