বর্তমান সরকারের এক দলীয় নির্বাচনের চেষ্টা কোন দিনই সফল হতে দেওয়া হবে না । যে কোন মূল্যে সরকারের একদলীয় নির্বাচন অনুষ্ঠানের এ নীল নকশা প্রতিহত করা হবে ১৮ দলের নেতা কর্মীদের হত্যা, গুম, মামলা ও গণগ্রেফতার করে সরকার পতনের আনন্দোলকে দমাতে পারবেন না অবিলম্বে নির্দলীয় তত্তাবোধয়ক সরাকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন নইলে দেশের জনগণ আপনাদের ক্ষমতার গদি থেকে নামিয়ে দিতে বাধ্য হবে বতৃমান সরাকারের উদ্দ্যেশে এ কথাগুলো বলেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। তিনি আজ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে অনুষ্ঠিত ১৮ দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলি বলেন। আজ শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলা ১৮দলীয় জোটের উদ্দ্যোগে আয়োজিত মিথ্যা মালা প্রত্যাহার, গণ গ্রেফতার বন্ধ ও কারাবন্ধী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা বিএনপি‘র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি‘র সহ- সভাতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাতীয় পাটি ( বিজেপি) জেলা আহবায়ক সাঈদ খোকন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়জুল কবির , জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নায়েবে আমীর সিরাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা রুহুল আমিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম , সাবেক সভাপতি তারেক মাসুদ সাইফুল সহ ১৮দলের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে আমঝুপি বাজারের চৌরাস্তার মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে চুয়াডঙ্গা – মেহেরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমঝুপি হাটের মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১৮ দলীয় জোটের সহ¯্রাধিক নেতা কর্মী অংশগ্রহণ করে।