ইতিমধ্যে বেশ কিছু আইটেম গানে পারফর্ম করেছেন বিপাশা বসু। যদিও সেই সব গানের মাধ্যমে আইটেম গার্ল হিসেবে তেমন জনপ্রিয়তা অর্জন করেননি তিনি। তবে অভিনয়-পারফর্মেন্স-গ্ল্যামার সব মিলিয়ে বর্তমান সময়ে অন্যতম দাপুটে অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি। এদিকে মল্লিকা সারাওয়াত ‘মাইয়া মাইয়া’ এবং ‘জালেবি বাই’সহ বেশ কিছু আইটেম গানে কাজ করে ভাল সফলতা অর্জন করেছেন। মূলত ‘মাইয়া মাইয়া’ গানটিতে পারফর্মের পরেই হলিউড থেকে ডাক আসে তার। বর্তমানে তিনি হলিউডে তার তিন নম্বর ছবির কাজ করছেন। এদিকে এর আগে বিপাশা বসু এবং মল্লিকা সারাওয়াত এক সঙ্গে কোন গানে পারফর্ম করেননি। এমনকি এক ছবিতেও খুব কমই অভিনয় করেছেন বলিউডের এই দুই হট গার্ল। এবার একটি আইটেম গানে একসঙ্গে নাচতে যাচ্ছেন বিপাশা ও মল্লিকা। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। বলিউডে প্রভুদেবার নতুন একটি ছবিতে একটি আইটেম গানে পারফর্ম করবেন বিপাশা ও মল্লিকা। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে বিপাশাকে। আর শুধু আইটেম গানে বিপাশার সঙ্গে পারফর্ম করবেন মল্লিকা। এই আইটেম গানটির রেকর্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রীতমের সংগীত পরিচালনায়। গানটি গেয়েছেন সুনিধি চৌহান। গানটির কোরিওগ্রাফি করবেন প্রভুদেবা। গানটিতে পারফর্ম করার বিষয়টি খোদ জানিয়েছেন এই পরিচালক। এ বিষয়ে প্রভুদেবা বলেন, বিপাশা এবং মল্লিকা এর আগে একসঙ্গে কোন গানে কাজ করেননি। এরা দু’জনই আমার অনেক প্রিয় অভিনেত্রী।