গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।তিনি বলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন উন্নয়নমূলক কাজ যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্য সকলের অংশগ্রহণ থাকা প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে স্বরূপকাঠিসহ গোটা পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত এলাকায় পরিণত করি।