ইসলাম বিরোধী চলচ্চিত্র প্রকাশ বন্ধ করতে প্রধানমন্ত্রীর আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মার্কিন প্রযোজকের ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই চলচ্চিত্রের বিক্রি ও প্রদর্শন বন্ধ করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন | ‘কোনো মুসলমান মহানবী (সা.)-এর অবমাননা সহ্য করতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী ওই চলচ্চিত্রনির্মাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আজ রোববার আশকোনা হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত চলতি ২০১২ (১৪৩৩ হিজরি) সালে হজযাত্রীদের জন্য হজ প্রোগ্রাম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যেন এই চলচ্চিত্র প্রদর্শন হতে না পারে, সে ব্যাপারে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান এবং ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মজিবুর রহমান বক্তৃতা করেন।
যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের বিতর্কিত চলচ্চিত্রকে ঘিরে সম্প্রতি বিক্ষোভের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে।

 

বাংলাদেশ