আমাদের মেহেরপুর ডট কমঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখায় গতকাল পবিত্র মাহে রমজানের শিক্ষা ও দারিদ্র বিমোচনে যাকাতের ভুমিকা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ এম এ সালাম, প্রধান আলোচক ছিলেন ঝিনাদাহ সরকারী মাধ্যেমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান। আলোচনা সভায় রোজার শিক্ষা ও যাকাতের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন রাজনাগর দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন, কোট জামে মসজিদের পেশ ইমাম আনছারউদ্দিন বেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখা ব্যব¯থাপক এ কে রশীদ উদ্দিন আহমেদ।