ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিন অধ্যুষিত গাজায় ঝর’ ল ১১২ জনের প্রাণ

ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিন অধ্যুষিত গাজায় ঝর’ ল ১১২ জনের প্রাণ

লন্ডন ও প্যারিসের রাস্তায় হাজার হাজার  মানুষের বিক্ষোভ সত্বেও মানবতাকে ভুল

31930_free

ন্ঠিত  করে ইসরাইলের বিমান হামলায় ঝর’ল ১১২ জনের প্রাণ । ফিলিস্তিন অধ্যুষিত গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ১১২জন নিরীহ, বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

হাজারো মানুষ সমবেত হন পশ্চিম লন্ডনে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে সেখানে তাদের হাতে  প্লকার্ডে  ‘ গাজা অবরোধ বন্ধ করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতা’ এ লেখা গুলো মানবতাকে চিড় ধরাচ্ছিল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। বিক্ষোভকারীরা একটি সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং  বেশ কয়েকজন বিক্ষোভকারী যানযটে আটকে থাকা ডাবল-ডেকার বাসের ওপর উঠে পড়ে বিক্ষোভ  করে ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে ও বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এক মুখপাত্রও ইসরাইলকে সমর্থনের কথা বলেছিলেন।ওই বিবৃতিতে ফিলিস্তিনি হতাহতদের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।এতে বেশ সমালোচনার মুখে পড়েন ।ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়েছিলেন প্রায় ১০০ মানুষ বিক্ষোভটি ছিল শান্তিপূর্ণ।  এ সময় তারা ফিলিস্তিনি পতাকা ওড়াচ্ছিলেন।

আন্তর্জাতিক