ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে ইরানের নতুন হোভেইজে ক্রুজ ক্ষেপণাস্ত্র।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ওয়েবসাইট দেবকাফাইল এ তথ্য জানিয়েছে। দেবকফাইল জানিয়েছে, ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম ইরানের হোভেইজে ক্রুজ ক্ষেপণাস্ত্র।

নতুন এ ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হোভেইজে শহরের নামে। গত শনিবার সেটি উদ্বোধন করা হয়।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাতামি বলেন, স্বল্প সময়ের মধ্যে হোভেইজে ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত করা যায়। খুব নিচু দিয়ে উড়ে যেতে পারে এটি।

দেবকাফাইল রবিবার সতর্ক করে বলেছে, সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটি সনাক্ত করতে পারবে না।

আন্তর্জাতিক