ইনিংস ও ১৯৩ রানের বিশাল ব্যাবধানে হেরেছে নিউজিল্যান্ড

321391কেপটাউনের প্রথম টেস্টে ৪৫ রানের লজ্জা পেয়েছিল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে টেস্ট তারা হেরেছিল ইনিংস ও ২৭ রানের ব্যাবধানে। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টে ৪৫ রানের লজ্জা না থাকলেও তার চেয়ে বড় ব্যাবধানে এবার হেরেছে নিউজিল্যান্ড। এবারের হারটা ইনিংস ও ১৯৩ রানের বিশাল ব্যাবধানে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তিন সেঞ্চুরির মাধ্যমে সংগ্রহ করে ৫২৫ রান।  জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১২১ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নেমে ২১১ রান আবারও অল আউট হয়ে যায়। শেষে খেলার চতূর্থ দিনেই ইনিংস ও ১৯৩ রানের বিশাল ব্যাবধানে হেরে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। দুই ইনংসে ৮ উইকেট নিয়ে ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন আফ্রিকার বোলার ডেইল স্টেইন।

খেলাধূলা