আমাদের মেহেরপুর ডট কম ঃ গতকাল সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিলিভার আয়োজিত আনন্দ মেলায় ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ডের কনসার্টে শত শত দর্শক আনন্দে মেতে উঠে। মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশন সভাপতি ওস্তাদ সুমন আজমের গান পরিবেশনার মাধ্যমে কনসার্টে গাণ পরিবেশন করেন ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ডের আল মামুন অনল, শ্যামল, রাসেল, স্বপন, সবুজ, সোহাগ প্রমুখ।