আসন্ন দশম সংসদ নির্বাচনে অংশ নিতে মেহেরপুরের গাংনীতে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছে।
সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুস সালামের কাছ থেকে শনিবার দুপুরে মেহেরপুর ২ গাংনী আসনে সাবেক এমপি মকবুল হোসেনের পক্ষে গাংনী পৌর মেয়র আহমেদ আলী ও যুবলীগ নেতা মজিরুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এর আগে সাবেক এমপি মকবুল হোসেন কে সতন্ত্র প্রার্থী করার লক্ষে গাংনী বাজার রেজাউল চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,গাংনী পৌর মেয়র আহমেদ আলী,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, ও যুবলীগ নেতা মজিরুল ইসলাম সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে সতন্ত্র প্রার্থী হিসাবে মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও সরকারী কলেজের সাবেক ভিপি ও জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন মনোনয়ন ফরম নিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুস সালামের কাছ থেকে।