আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মীর পাড়ায় মালিতা পরিবারের উদ্যোগে মীর পাড়ায় আলী হোসেনের নিজেস্ববাসভবনে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবর রহমান ও মাওলানা শাহজাহান। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আতিয়ার রহমান মালিতা। ইফতার মাহফিলটি পরিচালনা করেন ঢাকা বারাকাহ জেনারেল হাসপাতালের ফার্মাসিষ্ট মোঃ আলী হোসেন।