মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে নতুন দুটি জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র আমঝুপি মাধ্যমিক বিদ্যালায় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক এ বিদ্যালয় দুটিতে পৌছালে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ জেলা প্রশাসক মহোদয় কে স্বাগত জানান। পরিদর্শন শেষে কেন্দ্র দুটির পরীক্ষার পূর্ব প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী ভুমি কমিশনার আমিনুল ইসলাম জেলা প্রশাসকের সাথে ছিলেন। উল্লেখ্য এবার প্রথম আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৩ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।