আমঝুপি পাবলিক ক্লাবে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিণ্টন প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত।

আমঝুপি পাবলিক ক্লাবে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিণ্টন প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত।

 আমাদের মেহেরপুর ডট কম ঃ  

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিণ্টন প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত ১৩ ডিসেম্বর ১২টি দল নিয়ে এই প্রতিযোগীতার আয়োজন করে আমঝুপি পাবলিক ক্লাব । ফাইনালে লিটন- জান্টু ও কবির- আলমগীর জুটি অংশ নেয়। ১৫- ০৫ পয়েন্ট ও ১৫- ১৩ পয়েন্টে কবির- আলমগীর জুটি জয়লাভ করে চাম্পিয়ন হয়।

খেলাধূলা