আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গাড়াডোব সড়কে স›ধারাতে ছিরতাইকারীরা তান্ডব চালিয়ে একটি ওয়ালটন ১১০ সিসি মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারীদের দল। এ ময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে মোটর সাইকেল আহোরী হাফিজুর রনহমান (৩৭) মারত্মক আহত হয়। জানাযায়, গতকাল বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার সময় খোকসা গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে হাফিজুর ও একই গ্রামের মেহের আমজুপি বাাজারের কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে আমঝুপি উত্তর পাড়ার গোরস্থানের নিকট পৌছালে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে মাথায় আঘাত করলে হাফিজুর মাটিতে লুটিয়ে পড়ে । অপর মোটরসাইকেল আরোহী মেহেরের চিৎকারে লোকজন ছুটে এসে হাফিজুরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। /