মেহেরপুর সদর উপজেলা ৩নং আমঝুপি ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অথর্ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় আমঝুপি পাবলিক ক্লাব চত্তরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতিক্রমে সচিব মোঃ জমিরুল ইসলাম ৮,৫৯৭,২১৩ টাকার উন্নয়নমূলক বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় আরও উপািস্থত ছিলেন সদর উপজেলা ভাইস মাহবুবুল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,আমঝুপি পাবলিক ক্লাবও লাইব্রেরির সাধারন সম্পাদক সাইদুর রহমান, ইউপি সদস্য রহুল আমিন, আকতার হোসেন, মতিয়ার রহমান, জাফর ইকবাল, আলেক চাাঁদ,সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা খাতুুুন ,ফাহিমা খাতুন, ফিরোজা খাতুন প্রমুখ। এরপর বেলা সাড়ে বারোটার দিকে একই স্থানে ইউনিয়ন উন্মুক্ত অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ আহম্মেদ বিজন, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান রুমানা আহমেদ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জাইকা প্রতিনিধি মিঃ সুজাং পি আরডিবি প্রতিনিধি আনজিম সুলতানা,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামনুল ইসলাম, ইউপি সদস্য জাফর ইকবাল, আকতার হোসেন। উন্মুক্ত আলোচনা সভায় পরিষদের চেয়ারম্যান বাজেটের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে উপস্থিত সাধারন জনগণের করা প্রশ্নের উত্তর দেন এবং ২০১৪-১৫ অর্থবছরের উন্নয়নমূলক বাজেট বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের ওয়ার্ড সভা হতে প্রাপ্ত প্রকল্প তালিকা চুড়ান্ত করেন।