আমঝুপি ইউনিয়ন পরিষদে ভিজিএফ‘র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন।

আমঝুপি ইউনিয়ন পরিষদে ভিজিএফ‘র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন।

OLYMPUS DIGITAL CAMERAমেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদে দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফ‘র চাল বিতরণ করা হয়েছে । আজ বৃহষ্পতিবার সাকাল সাড়ে ১০ টার সময় আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এ চাল বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ইউপি সদস্য আব্দুল জাব্বার, জাফর ইকবাল, আলেক চাঁদ  সচিব জমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারে ৩৩০৮ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
OLYMPUS DIGITAL CAMERA
মেহেরপুর সংবাদ