আমঝুপির খোকসায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত।

 

আমাদের মেহেরপুর ডট কম ঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসায় সড়ক দূর্ঘটনায় রমজান (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়। জানাযায় খোকসা গ্রামে মৃত আলাউদ্দিনের ছেলে রমজান রাস্তা পার হচ্ছিল এমন সময় বিপরীত দিক থেকে একটি মটরসাইকেল সজরে ধাক্কা মারলে ছিটকে রাস্তার পাশে পড়ে যায় । আশেপাশের লোকজন রমজানকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার রাজশাহী রেফার করে । রমজানের মাথাও কান দিয়ে অতিরীক্ত রক্তক্ষরণের ফলে চিকীৎসাধীন অবস্থায় মারা যায়। বাদ মাগরীব জানযা শেষে নিজ গ্রামে দাফন করা হয়।

মেহেরপুর সংবাদ