গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের হল রুমে গণতান্ত্রিক স্থানীয় শাসন ব্যবস্থা শক্তিশালীকরন (এসডিএলজি) প্রকল্পের আওতায় দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে স্থানীয় সরকার প্রতিনিধি ও সিআইজি ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অধিকতর অংশগ্রহণ মূলক ও দায়বদ্ধ স্থানীয় শাসন ব্যবস্থা কার্যকর করার লক্ষে নাগরিক সমাজ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যদের দক্ষতা, অভিজ্ঞতা এবং সক্ষমতা বৃদ্ধিই এই প্রশিক্ষণের উদ্দেশ্য। দিনব্যাপি এ প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদুল ইসলাম ও মোঃ আলমগীর হোসেন প্রোগ্রাম অফিসার ওয়েভ ফাউণ্ডেশন। (ইউএসএইড)এর অর্থায়নে ওয়েভ ফাউণ্ডেশন এই প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করে।