এম জাহিদ, আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর -চুয়ডাঙ্গা সড়কে আমঝুপি সবজি বীজ খামারের সামনে সড়ক দূর্ঘটনায় ২জন মারাত্মক আহত হয়েছে। আহতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের কাশেম আলীর ছেলে বাক্কার (২০) , সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে রাজু (১৮) । জানাযায়, আজ রাত ৯টার দিকে রাজু ও বাক্কার দুজনে আমঝুপি থেকে আলগামণ যোগে বর্শিবাড়িয়ার উদ্দ্যেশে যাচ্ছিল পথিমধ্যে আমঝুপি সবজি বীজ উৎপাদন খামারের নিকট পৌঁছালে পিছন থেকে একটি পাওয়ারটিলার সজরে ধাক্কা মারলে আলগামনে থাকা রাজু ও বাক্কার পাকা রাস্ত্ায় ছিটকে পড়ে মারাত্মক জখম হয় । পথচারিরা আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত বাক্কারের অবস্থা আশংকা জনক।