মেহেরপুর সদর উপজেলার আঝুপিতে মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।এ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচীর আয়োজন করেছে। সকাল ৭টায় আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগ কার্য়ালয়ের সামনে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতবৃন্দৃ এসময় আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, থানা অওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফাজ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কাঙ্কালীভোজের আয়োজন করেছে। সকাল ৮টায় আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা ,মিলাদ মাহফিল, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ও অনুরুপ অনুষ্ঠান মালা আয়োজন করে। এছাড়া আমঝুপি আলীম মাদ্রসা, পাবলিক ক্লাব ও লাইব্রেরী আমঝুপি গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয় আলোচনা সভা ও শিশুদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।