স্টাফ রিপোটার : মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে প্রকাশ্যে চলছে মাদকের ব্যাবসা। সাপ্তাহিক মাশওয়ারা ভিত্তিতে এ সব মাদক ব্যাবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় বসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এসব মাদক সেবন করে ধ্বংস হচ্ছে উঠতি যুব সমাজ স্কুল কলেজ পড়য়া কিশোর কিশোরি । গ্রামে-, গঞ্জে,বাড়ছে ডাকাতি, ছিনতাই, চুরি, পারিবারিক কলোহ ও ধর্ষনের মত নানা অপরাধমূলক কর্মকাণ্ড যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় ফেনসিডিলের খালি বোতল। বিভিন্ন সুত্রে জানা যায় আমঝুপি বাজার সংলগ্ন পশ্চিম পাড়া ও হালদার পাড়ায় উত্তর পাড়া কালিতলা ব্রীজ ,খালের ধার মাদক ব্যাবসার নিরপদ স্থান হিসাবে বেছে নিয়েছে । চিহ্নিত মাদক ব্যাবসায়ীরা তাদের বাড়িতে বসে গাঁজা বিক্রি করে এদের বাড়িতে নেশা করার নির্দিষ্ট স্থান রয়েছে । বিভিন্ন এলকার মাদকসেবীরা এসে নিরাপদ স্থান হিসাবে এখান থেকে গাঁজা হিরোইন, ফেনসিডিল কিনে নেশা করে থাকে। সারাদিনই এসব বাড়িতে চলে নেশার মাতম। নেশাখরদের যাতায়ত চলে দিনরাত। গাঁজা, হিরোইন এক পুরিয়া কেনে বিশ থেকে পঞ্চাশ টাকায়। মাদক ব্যবসায়ীরা ১০০০ টাকায় হিরোইন কিনে তা দশ হাজার টাকায় বিক্রয় করে লাভজনক এ ব্যবসায় এক বা একাধিক ব্যাক্তি জড়িয়ে পড়ছে। সুত্রে আরও জানা যায় মেহেরপুর সীমান্তবতী জেলা হওয়ায় ভারত থেকে বুড়িপোতা ,মুজিবনগর নাজিরিকোণা আনন্দবাস হয়ে সহজে ফেনসিডিল হিরোইন, মদসহ নানাা মাদকদ্রব্য এসে নিরাপদ স্থান হিসাবে জেলার নিকটবর্তী গ্রাম আমঝুপি, কোলা, চাঁদবিল, দিঘিরপাড়া সহ পার্শ্ববতী এলাকাকে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। সাধারণত মাদক ব্যবসায়ীরা মটরসাইকেল অটো ,আলগামন এমনকি মুরগি বা কবুতর ব্যবসিক সেজে ধানের পোয়ালে করে মাদক বহন করে থাকে। মটরসাইকেলের ছিটের নিচে তেলের টেংকির ভিতরে পলিথিনে মুড়িয়ে হিরোইনের মত দামী মাদক বহন করে থাকে। ভ্রাম্যমান মাদক ব্যাবসায়ীরা গ্রাম্য হাট -বাজারে প্রকাশ্যে বিক্রি করলেও দেখার কেউ নেই। যুবসমাজ, স্কুল কলেজ গামী ছেলেমেয়েরা এ সব মাদক ব্যবসায়ীদের নিকট থেকে সহজেই মাদকদ্রব্য সংগ্রহ করে অথবা এগুলো না পেলে নির্দিষ্ট স্থান গুলোতে নেশার জন্য ভিড় জমায়। আমঝুপি নীলকুঠি, কাজলা ব্রীজ, পার্শ্ববর্তী আমবাগান, হাটের আশেপাশে নিয়মিত নেশার আসর বসে। অভিভাবক মহল এ বিষয় নিয়ে উদবিঘœ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। উত্তর পাড়ার নব্য মাদক ব্যবসায়ী ও চাঁদবিলের চিহ্নিত মাদক ব্যবসায়ী তার স্ত্রী রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যাক্তি বলেন এ বিষয়ে প্রশাসনকে অবগত করলেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা । মাদক সেবনের ফলে ধ্বংস হচেছ সামাজিক নিরাপত্তা। এ সব মাদক ব্যববসায়ীর হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে সমাজের সচেতন মহল প্রশাসন সহ সমজপতিদের সহযোগিতা কামনা করছে।