মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আওয়ামীলীগ সমর্থক প্যানেলের সিলেকশন গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক এমপি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিলেকসন সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী। আগামী মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে কমান্ডার হিসাব উদ্দীন, ডেপুটি কমান্ডার তাহাজ উদ্দীন, সাংগাঠনিক সম্পাদক ডাঃ নুরুল হুদা, অর্থ সম্পাদক জিল্লুর রহমান,দফতর সম্পাদক শাবান আলী, তথ্য ও প্রচার সম্পাদক কারী মোঃ আব্দুস সামাদ, ক্রীড়া সম্পাদক নুরুল আমীন, সমাজ কল্যান আব্দুল লতিফ ও নির্বাহী সদস্য আবুল কাশেম, আব্দুর রহমান ও সিরাজুল ইসলাম। আগামী ২৬ নভেম্বর মনোনয়নপত্র উত্তোলন এবং জমাদান ও ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।