আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাট পাড়ায় আসলামের বসত বাড়িতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। অগ্নিকান্ডে নগদ অর্থ, জমির ফসল মসুর ,গম, ঘরের আসবাপত্র, বিছালী পালা, বসত ঘর সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল আগুনে ভূষ্মিভূত হয়ে গেছে। রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও প্রতীবেশিরা জানায়, খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের নিকটে পানির কোন উৎস না থাকায় আগুন নিভাতে দেরী হয় বলে জানায় মেহেরপুর ফায়ার সাভিসের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। এদিকে আগুনের লেলিহান শিখা দরিদ্র আসলামের সর্বস্ব কেড়ে নেওয়ায় আসলামের পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।