আমঝুপি প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হল ৪১তম মহান বিজয় দিবস । কর্মসুচীর মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন ,বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগীতা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ,আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা । মহান বিজয় দিবস উপলক্ষে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় , আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,চাঁদবিল সি এম সি স্কুল ,আমঝুপি সরঃ প্রাথঃবিদ্যাঃ,গন্ধরাজপুর রেজিঃ বে –সরকারী প্রাথঃ বিদ্যাঃ ক্রীড়া ও রচনা প্রতিযোগীতার আয়োজন করে এবং বিজয়দের মধ্যে পুরস্কার বিতরন করে । রিপোর্টার্স ক্লাব –আমঝুপিও পাবলিক ক্লাবও লাইব্রেরী সকালে পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে ।