মহাজোট সরকারের অপশাসন, জামায়তের বিরুদ্ধে অব্যহত ষড়যন্ত্র ও কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলাম। বিক্ষোভ মিছিলটি বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে জামায়াতের উপজেলা আমির রহুল আমিনের নেতৃত্বে আমঝুপি বাজারের চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে মেহেরপুর – চুয়াডাঙ্গা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাটের রাস্তায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয় । সমাবেশে বক্তারা মহাজোট সরকারের অপশাসন ও তত্তাবোধয়ক সরকারের দাবিতে আগামীতে আরোও কঠোর আনন্দোলনের ঘোষনা দেন। বিক্ষোভ মিছিলে জেলা জায়াতের সহ সেক্রেটারী ফারুখ হোসেন, উপজেলা সেক্রেটারী মোঃ জামালউদ্দিন, আমঝুপি ইউনয়ন আমির আলমগীর হোসেন তানশেন, বারাদি ইউনিয়ন আমির আল-আমিন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম সহ জামায়াতের শতাধিক নেতা কর্মী অংশগ্রহণ করে।