আমঝুপি অফিস ঃ গতকাল আমঝুপি ইউনিয়ন পরিষদের হলরুমে জাপানি উন্নয়ন সংস্থা ”জাইকার” উদ্যোগে আমঝুপি ইউনিয়ন পরিষদের উন্নয়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয় । আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাইকার প্রতিনিধি ইউমি সান মিস মরি । বিশেষ অতিথি পি আর ডিপি -২ এর ইউ ডিও কর্মকর্তা তানজিমা খাতুন ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহুল আমিন ,আনিছুর ও সিরাজ মেম্বর সহ স্থ্নীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ । সভায় আমঝুপি ইউনিয়ন পরিষদের উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক ও ভবিষ্যত উন্নয়ন কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়